রাশিয়া উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনছে | North Korea-Russia new Deal

রাশিয়া উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনছে | 

North Korea-Russia new Deal

রাশিয়া উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনছে


বাংলায় একটি কথা আছে, কারো সর্বনাশ আবার কারো পৌষ মাস ।

ঠিক এমনি একটি ঘটনা ঘটলো । ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ।

কিং জম উনের দেশ উত্তর কোরিয়াও শেষ পর্যন্ত ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফায়দা লুটছে ।

আল-জাজিজার একটি প্রতিবেদন থেকে জানা যায় , ,

রাশিয়া উত্তর কোরিয়া থেকে লক্ষাধিক আর্টিলারি শেল এবং রকেট ওয়েপন্স ক্রয় করছে ।

 “The New York Times” এ বিষয়ে সর্বপ্রথম তথ্য প্রকাশ করে । যা আমেরিকার গোয়েন্দা সংস্থা থেকে সংগৃহীত ।

“The New York Times” জানায় , উত্তর কোরিয়া থেকে অস্ত্র কেনার বিষয়ে রাশিয়া কোনো তথ্য স্পষ্ট করে জানায়নি । 

স্বল্প পাল্লার রকেট এবং আর্টিলারি শেল ক্রয়ের পাশাপাশি অদুর ভবিষ্যতে উত্তর কোরিয়া থেকে আরও অস্ত্র এবং সরঞ্জাম কেনার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া ।

এখানে একটি বিষয় লক্ষ্য করলে বোঝা যায় , , ,

 যে উত্তর কোরিয়ার মতো দেশ যে পারমানবিক অস্ত্রের পরিক্ষা নিরীক্ষা চালানোর জন্য এবং নিয়মিত নতুন নতুন পারমানবিক মিসাইল তৈরি করার জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ।

শেষ পর্যন্ত উপায় না পেয়ে রাশিয়া সেই উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনছে ।

আরোও ঃ

যা স্পষ্টতোই প্রকাশ করে যে, রাশিয়া অস্ত্র সংকটে পড়েছে । এছাড়াও তারা ইরানের থেকে ড্রোন ক্রয় করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ।

নানা ধরনের নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া কিছুটা চাপের মুখে আছে , যার দরুন এরকম কিছু ছোট দেশের কাছে থেকেও সাহাজ্য নিতে হচ্ছে রাশিয়া কে ।

রশিয়া কি তবে সত্যিই অস্ত্রের সংকটে পড়েছে? আপনার কি মনে হয় ? আপনার মুল্যবান মতামত টি কমেন্ট করে জানাতে ভুলবেন না । ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url