Bangladesh vs Sri Lanka military power comparison 2022 |বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সামরিক শক্তি ২০২২

Bangladesh vs Sri Lanka military power comparison 2022

সম্প্রতি শ্রীলংকা চীনের কাছে ঋনখেলাপি রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দেওলিয়া ঘোষনা করেছে । তখন থেকেই বাংলাদেশের প্রতিও অনেকে প্রশ্ন তুলেছে যে , বাংলাদেশ ও কি অনুরুপ অবস্থায় পড়বে , এবং প্রশ্ন উঠেছে শ্রীলংকার সাথে বাংলাদেশের সক্ষমতার ।    তাই Bangladesh Trend এর আজকের আয়োজনে আমরা শ্রীলংকা বনাম বাংলাদেশের সামরিক শক্তির তুলনা নিয়ে আলোচনা করব।

আমরা প্রথমেই আলোচনা করব  দুই দেশের সেনাহিনীর সামরিক সক্ষমতা নিয়ে।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার সেনাবাহিনী :

) বাংলাদেশের সেনাবাহিনী র‍্যাংকিং এ বিশ্বের ৪৭ তম । অপরদিকে শ্রীলংকার সেনাবাহিনী ৬৬ তম । 

২) বাংলাদেশের একটিভ সৈন্য রয়েছে ১লক্ষ৬৫ হাজার , অপরদিকে শ্রীলংকার রয়েছে  ২লক্ষ ৫৫ হাজার রিজার্ভ সহ । তবে কিছু কিছু তথ্যমতে বাংলাদেশের সৈন্যসংখ্যা  ২ লাখ ৪ হাজার । 

৫) শ্রীলংকার কাছে প্যরামিলিটারি ফোর্স রয়েছে মাত্র ১১ হাজার । অপদিকে বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্স রয়েছে ৬৮ লাখ , যেটা বিশ্বের ১ম

অস্ত্র হিসেবে , 

৬) বাংলাদেশের কাছে মেইন ব্যাটল ট্যাংক রয়েছে ৩২০ টি । অপরদিকে শ্রীলংকার রয়েছে ১৮২ টি । 

৭) বাংলাদেশ এর Armored Vehicle রয়েছে সাড়ে ৮শ  টি । অপরদিকে শ্রীলংকার রয়েছে ৬০০ টি । 

৮) Self Propelled Artillery বাংলাদেশ ২৭ টি । অপরদিকে শ্রীলংকার ১ টিও নেই । 

৯) টাওয়েড আর্টিলারি ঃ বাংলাদেশ ৩৭১ টি  শ্রীলংকাঃ ১৬৪ টি । 

১০) এছাড়াও এর বাইরে শক্তিশালী মোবাইল রকেট আর্টীলারি রয়েছে বাংলাদেশের ৭০ টি । অপরদিকে শ্রীলংকার রয়েছে ২২ টি । 

১১) অন্যান্য মর্টার আর্টীলারি রয়েছে সাড়ে ৫শ টির মতো । অপরদিকে শ্রীলংকার রয়েছে প্রায় ৮০০ টির কাছাকাছি ।  

এই ছিল দুই দেশের সেনাবাহিনীর সামরিক শক্তির পার্থক্য । 

এবার আমরা আলোচনা করব  দুই দেশের নৌবাহিনীর সামরিক সক্ষমতা নিয়ে।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার নৌবাহিনী : । 

১) বাংলাদেশের নৌবাহিনী বিশ্ব র‍্যাংকিং এ ৩১ তম । অপরদিকে শ্রীলংকার নৌবাহিনী ১০ম তম । তবে কোয়ালিটিফুল অস্ত্রের দিক থেকে বাংলাদেশ শ্রীলংকার থেকে এগিয়ে , , , ছোটখাটো অস্ত্র বেশি থাকায় র‍্যাংকিং এর শ্রীলংকা এগিয়ে , , তবে বড় বড় মেইন অস্ত্রের দিক থেকে শ্রীলংকা বাংলাদেশের থেকে অনেক পিছিয়ে । 

২) বাংলাদেশের নৌবাহিনীতে মোট সদস্য রয়েছে  ২৫ হাজার । অপরদিকে শ্রীলংকার রয়েছে ৪৮  হাজার । 

  ===বাংলাদেশের ২ টি সাবমেরিন রয়েছে  === অপরদিকে শ্রীলংকার ১ টিও সাবমেরিন নেই । 

৫)বাংলাদেশের ফ্রিগেট যুদ্ধজাহাজ রয়েছে  ৭  টি । অপরদিকে শ্রীলংকার রয়েছে ৫ টি । 

৬) বাংলাদেশের কর্ভেট যুদ্ধজাহাজ রয়েছে  ৬  টি । অপরদিকে শ্রীলংকার ১ টিও নেই ।  

৯) বাংলাদেশের পেট্রল ভেসেলস রয়েছে  ৩০ টি । অপরদিকে শ্রীলংকার রয়েছে ৫৯ টি । 

১০) পানির নিচে পেতে রাখা মাইন পরিস্কার করার জন্য বাংলাদেশের কাছে মাইন-সুইপার জাহাজ রয়েছে ৫ টি  । যা শ্রীলংকারা কাছে ১ টিও নেই । 

এই ছিল দুই দেশের নৌবাহিনীর সামরিক সক্ষমতার পার্থক্য । 


এবার আমরা আলোচনা করব  দুই দেশের বিমানবাহিনীর সামরিক সক্ষমতা নিয়ে।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার বিমানবাহিনী : । 

১) বাংলাদেশ বিমানবাহিনী বিশ্ব র‍্যাংকিং এ  ৫১  তম । অরপদিকে শ্রীলংকার বিমানবাহিনী বিশ্ব র‍্যাংকিং এ  ৭৮  তম । বাংলাদেশের বিমানবাহিনী উন্নত নয় , আর তার চেয়ে শ্রীলংকার বিমানবাহিনী একেবারেই উন্নত নয় । তাদের বিমানবাহিনী তে কোনো আধুনিক ৪র্থ প্রজন্মের যুদ্ধবিমান নাই , ,তাও বাংলাদেশের ৮ টি ৪র্থ প্রজন্মের বিমান আছে ,  ,যেগুলো প্রতি এয়ার শো তে দেখতে দেখতে এ দেশের জনগন অতিষ্ট হয়ে গেছে । 

২) বাংলাদেশের বিমানবাহিনীতে মোট সদস্য রয়েছে  ২০ হাজারের মতো  । অপরদিকে শ্রীলংকার বিমানবাহিনীতে মোট সদস্য রয়েছে ৩৪ হাজার । 

৩) বাংলাদেশের বিমানবাহিনীতে হেলিকপ্টারসহ সামরিক কাজে নিয়োজিত টোটাল এয়ারক্রাফট রয়েছে  ১৯০  টি। অপরদিকে শ্রীলংকার রয়েছে ৮৬ টি । 

৪) বাংলাদেশের ফাইটার এয়ারক্রাফট রয়েছে ৪৪ টি । অরপদিকে শ্রীলংকার রয়েছে মাত্র ৫ টি । 

৫) উভয় দেশের কাছেই কোনো Dedicated Attack Aircraft নেই । 

৬) যুদ্ধাস্ত্রাদী এবং সেনা পরিবহনের জন্য বাংলাদেশের টোটাল Transport Aircraft রয়েছে ১৩ টি। অপরদিকে শ্রীলংকার রয়েছে ১৭ টি । 

৭) বাংলাদেশ বিমানবাহিনীতে সামরিক কাজে নিয়জিত মোট Helicopter রয়েছে    ৬৬ টি । অপরদিকে শ্রীলংকার বিমানবাহিনীতে মোট Helicopter রয়েছে ৫৬ টি । 

8) শ্রীলংকার Attack Helicopter রয়েছে ৯ টি  । অপরদিকে বাংলাদেশ এর কোনো এটাক হেলিকপ্টার নেই। তবে, সম্প্রতি ৮ টী এটাক হেলিকপ্টার রাশিয়ার কাছে অর্ডার করেছে বাংলাদেশ । 

৯) উভয় দেশের কাছে স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে ২ টি করে ।

১০) বাংলাদেসের কাছে প্রশিক্ষন বিমান রয়েছে ৬৩  টি। অপরদিকে শ্রীলংকার কাছে রয়েছে টি প্রশিক্ষন বিমান । 

উভয় দেশ ই ড্রোনের সমৃদ্ধ নয় । অল্প কয়েক্টি ছোটখাটো ড্রোন আছে যেগুলো গেম চেঞ্জার কোনো এটাক ড্রোন নয় । 

১৩) সেনাবাহিনী , নৌবাহিনী এবং বিমানবাহিনী মিলিয়ে টোটাল সামরিক শক্তিতে  বাংলাদেশ বিশ্বের  ৪৬ তম শক্তিধর দেশ । অপরদিকে শ্রীলংকা ৭৯ তম । 


এবার আমরা দেশটি সম্পর্কে আরো অতিরিক্ত কিছু তথ্য জানব । যেগুলো যুদ্ধের সময় খুবি গুরুত্বপুর্ন ভুমিকা রাখে । 


1) বাংলাদেশের সামরিক বাজেট ৪ বিলিয়ন মার্কিন ডলার এর মতো । অপরদিকে শ্রীলংকার সামরিক বাজেট বাংলাদেশের অর্ধেক । 

৩) বাংলাদেশের আয়োতন  ১ লক্ষ ৪৭ হাজার (বর্গ-কিলোমিটার) তবে পরবর্তীতে কিছু নতুন এরিয়া সংযোজিত হয়েছে ,যা আরো কয়েক হাজার বর্গকিলোমিটার হবে ।  অপরদিকে শ্রীলংকার আয়োতন ৬৫৬১২ (বর্গ-কিলোমিটার) । 

৪) যুদ্ধের সময় বাংলাদেশ -৩,৬৯,১০৫--  কি;মি;  সড়কপথা ব্যবহার করতে পারবে অপ্রদিকে শ্রীলংকা ১১৪০৯৩ কিলোমিটার সড়ক পথ ব্যাবহার করতে পারবে । 

বাংলাদেশ—২৪৬০-- কি;মি;    রেলপথ ব্যবহার করার সুযোগ পাবে । অপরদিকে শ্রীলংকা ১৫৬২ কিলোমিটার রেলপথ ব্যবহার করার সুযোগ পাবে ।  

৫) বাংলাদেশের ৩টি port and terminal  রয়েছে  অপরদিকে শ্রীলংকার রয়েছে -১-   টি । 

৬) বাংলাদেশের এয়ারপোর্ট রয়েছে  --১৮---  টি ।  অপরদিকে শ্রীলংকার ও ১৮ টি এয়ারপোর্ট রয়েছে । আয়োতনে বড় হিসেবে বাংলাদেশের আরো বেশি এয়ারপোর্ট থাকা উচিত । অথবা যেগুলো রয়েছে সেগুলোর আধুনিকায়ন করা অতীব জরুরি । 

৭) বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটীর মতো  , ,  অপদিকে শ্রীলংকার জনসংখ্যা আড়াই কোটির মতো । জনসংখ্যার হিসেবে ভিন্ন হতে পারে । আমরা শুধু একটা ধারনা দেয়ার চেষ্টা করেছি । 

8) বাংলাদেশের যুদ্ধসক্ষ্ম জনসংখ্যা রয়েছে  --প্রায় ৭ কোটীর মতো---  অপরদিকে শ্রীলংকার রয়েছে ৯০ লাখের মতো । 

একটী দেশের যুদ্ধসক্ষম জনসংখ্যা খুবি গুরুত্বপুর্ন । তার বাস্তব উদাহরন হলো আমাদের বাংলাদেশের জনগন যারা ১৯৭১ সালে বিরত্বের সাথে লড়াই করে দেশকে রক্ষা করেছে ।  

Bangladesh Trend এর প্রিয় পাঠক  বন্ধুরা  বাংলাদেশ বনাম শ্রীলংকা এই দুই দেশের মধ্যে কোন দেশকে আপনার কাছে শক্তিশালী মনে হয়েছে ,বা কখনো যুদ্ধ বাধলে কোন দেশ জিতবে বলে আপনার মনে হয় । অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ।



 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url